দীপালি নামের ওই শিক্ষিকা বলেন, কলকাতা রিজিয়নে অনেকে যেতে চান না কিন্তু তিনি রাজি ছিলেন। ওড়িশা, হিমাচল প্রদেশ, লাদাখ যেখানে দেওয়া হত, তিনি চলে যেতেন। কিন্তু বিহারে কেন বলে প্রশ্ন করেন তিনি। এমনকী বিহার সম্পর্কে ওই সময় অশ্লীল মন্তব্যও করতে শোনা যায় ওই শিক্ষিকাকে।
...