⚡৮৭ বছর বয়সে পরলোকগমন করলেন আদিবাসী শিল্পী এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত যোধাইয়া বাই বাইগা
By Indranil Mukherjee
যোধাইয়া বাই বাইগা তার অনন্য বাইগা উপজাতীয় চিত্রকর্মের জন্য পরিচিত ছিলেন। এক্স হ্যান্ডেলে তাঁকে নিয়ে একটি পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেছেন যে বাইগার মৃত্যু শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে একটি বড় ক্ষতি।