⚡আজ থেকে দামি হয়ে গেল জিও এবং এয়ারটেলের রিচার্জ প্ল্যান
By Indranil Mukherjee
নতুন রেট অনুসারে এয়ারটেল তাঁর সমস্ত প্ল্যানের দাম প্রায় ১০-২০ শতাংশ বাড়িয়েছে। এয়ারটেল তাঁদের রিচার্জ পরিকল্পনাতেও সংশোধন করেছে। আগে ৪৫৫ টাকায় ৮৪ দিনের যে প্ল্যান ছিল, তা এখন টেলিকম কোম্পানিটি সরিয়ে দিয়েছে।