দেশ

⚡অঙ্গ প্রতিস্থাপনের সংখ্যা বাড়ল ভারতে

By Sanjoy Patra

অঙ্গ দান এবং প্রতিস্থাপনের (Organ Donation And Transplantation) ক্ষেত্রে ভারত এখন বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। কারণ দেশে প্রতি বছর অঙ্গ প্রতিস্থাপনের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৭৪৬। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্দাভিয়া (Mansukh Mandaviya) শনিবার একথা জানিয়েছেন। গ্লোবাল অবজারভেটরি অন ডোনেশন অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন (জিওডিটি)-র একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে মান্দাভিয়া বলেন, "এটা জানাতে পেরে আমি অত্যন্ত গর্বিত যে দেশে প্রতি বছর অঙ্গ প্রতিস্থাপনের মোট সংখ্যা বেড়েছে। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ৪ হাজার ৯৯০। ২০১৯ সালে তা বেড়ে হয়েছে ১২ হাজার ৭৪৬। ভারত এখন শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের পরে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে।"

...

Read Full Story