২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার পর ২৬ জনের মৃত্যুর পর ভারত যেমন কূটনৈতিকভাবে পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে, তেমনি পাক জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে সেখান লস্কর থেকে জইশের ঘাঁটি কিংবা হিজবুল মুজাহিদিনের ঘাঁটিতে আঘাত করে একের পর এওক সন্ত্রাসবাদীকে খতম করে।
...