⚡পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং উত্তরপ্রদেশে আজ রাতে এবং ভোরের দিকে ঘন কুয়াশার পূর্বাভাস
By Indranil Mukherjee
উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের তাপমাত্রা ২থেকে ৪ডিগ্রী বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।অন্যদিকে, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আজ এবং মান্নার উপসাগর ও সংলগ্ন এলাকায় আগামী ২-৩ দিন মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।