আহত ও চিকিৎসাধীন ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক - তাদের সবাইকে সসুন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই শ্রমিক যারা রবিবার রাতেই অমরাবতী থেকে পুনে এসেছিলেন কাজের জন্য। দুর্ঘটনার সময় ফুটপাতে মোট ১২ জন ঘুমাচ্ছিল। বাকিরা ফুটপাথের পাশে একটি কুঁড়েঘরে ঘুমাচ্ছিল।
...