By Aishwarya Purkait
অনেকেই কম খরচে মাথায় নতুন চুলের বাসনায় ছোটখাটো প্রতিষ্ঠান থেকে চুল প্রতিস্থাপন করান। যার পরিণতি মৃত্যু পর্যন্ত হতে পারে। উত্তরপ্রদেশের কানপুরে মাথায় চুল বুনতে গিয়ে দুই যুবক বেঘোরে প্রাণ হারিয়েছেন।
...