⚡রাজকোটের গেমিং জোনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ২৮ জনের, অবশেষে গ্রেফতার ঘটনার মূল অভিযুক্ত
By Ananya Guha
এই ঘটনায় আগেই গ্রেফতার হয়েছিলেন গেমিং জোনটির অন্যতম মালিক যুবরাজ সিংহ সোলাঙ্কি, রাহুল রাঠৌড় এবং ম্যানেজার নীতীশ জৈন। এবার পুলিশের হাতে মূল অভিযুক্ত ধওয়াল। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।