শিক্ষা

⚡ডাক্তারি পড়ুয়ারা ইন্টার্নশিপ সম্পূর্ণ করার সুযোগ পাবেন ভারতে

By Sanjoy Patra

ইউক্রেন (Ukraine) থেকে ফেরা ডাক্তারি পড়ুয়াদের (Medical Students) অসম্পূর্ণ ইন্টার্নশিপ সম্পূর্ণ করার সুযোগ দিল ন্যাশনাল মেডিক্যাল কমিশন (National Medical Commission)। তবে শর্ত একটাই, পড়ুয়াদের ভারতে ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েটস এক্সামিনেশনে (Foreign Medical Graduates Examination) বসতে হবে। এতে পাস করলেই মিলবে ইন্টার্নশিপ শেষ করার সুযোগ। তবে শুধু ইউক্রেন থেকে ফেরা পড়ুয়ারাই নয়, যুদ্ধ পরিস্থিতি বা কোভিডের কারণে বিদেশে ইন্টার্নশিপ শেষ না করতে পারা পড়ুয়ারাও এই সুযোগ পাবেন। ইউক্রেনে প্রায় ১৮ হাজারেরও বেশি ভারতীয় ছাত্র ডাক্তারি পড়তে গিয়েছিলেন। অনেকেই তাঁদের কোর্সের শেষ বর্ষে ইন্টার্নশিপ করছিলেন। যুদ্ধ শুরু হওয়াতে এখন তাঁদের দেশে ফিরতে হয়েছে।

...

Read Full Story