⚡পড়ুয়াদের বই ও ইউনিফর্মের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার জের, ১২টি বেসরকারি স্কুলের জবাব তলব দিল্লির শিক্ষা মন্ত্রীর
By Soumya Mukherjee
অভিভাবকদের থেকে তাঁদের সন্তানদের বই ও ইউনিফর্মের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। এর জেরে দিল্লির ১২টি বেসরকারি স্কুলকে শোকজ নোটিস পাঠিয়ে তাদের জবাব তলব করলেন দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি মারলেনা।