পাঞ্জাবের একটি কলেজের অধ্যাপনা করেন নভদীপের বাবা। অন্যদিকে তাঁর ছোটভাইও ডাক্তারি পড়ুয়া। ভাইয়ের মতই নভদীপও চণ্ডীগড় থেকে ডাক্তারি পড়াশোনা শেষ করে দিল্লিতে যান পোস্ট গ্র্যাজুয়েট করতে। পড়াশোনার মাঝে আচমকাই NEET সেরা নভদীপের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
...