তামিলিসাই সুন্দররাজনের সঙ্গে অমিত শাহের কথা বলার ওই ছবি দেখে অনেকেই মন্তব্য করেন, ভরা মঞ্চে প্রকাশ্যে কেন্দ্রীয় মন্ত্রী তামিলনাড়ু বিজেপি নেতাকে শাসন করছেন। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে পালটা ট্যুইট করে তেলাঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তামিলিসাই।
...