দিল্লি মেট্রোয় ভাঙল আগের সব রেকর্ড। রাখি বন্ধন উতসবের আগের দিন শুক্রবার রেকর্ড সংখ্যক যাত্রী দিল্লি মেট্রোতে সফর করলেন। গতকাল ৮ অগাস্ট, শুক্রবার দিল্লি মেট্রোয় টিকিট কেটে সফর করলেন মোট ৮১ লক্ষ ৮৭ হাজার ৬৭৪ জন যাত্রী। এত যাত্রী এর আগে কখনও দিল্লি মেট্রোয় সফর করেনি।
...