স্বামী হাসিম বাবা বর্তমানে জেলে। ফলে কুখ্যাত গ্যাংস্টারের স্ত্রী হওয়ায়, স্বামীর গোটা রাজপ্রাসাদে বসে এতদিন পর্যন্ত রাজত্ব করত জোয়া খান। জোয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এলেও, পুলিশ এদিন পর্যন্ত সুস্পষ্টভাবে কোনও মামলা দায়ের করতে পারেনি। ফলে পুলিশের হাত থেকে এতদিন পর্যন্ত অধরাই ছিল জোয়া খান।
...