মায়ের মৃতদেহের (Mother's Dead Body) সঙ্গে ১০ দিন কাটালেন মেয়ে! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের (Lucknow) ইন্দিরা নগরে। পচা গন্ধ পাওয়ার পর প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মায়ের মৃত্যুর কথা কাউকে জানাননি ২৬ বছরের ওই যুবতী। এক ঘরে মায়ের মৃতদেহ পড়েছিল। পাশের ঘরে তিনি থাকছিলেন। মৃত মহিলার নাম সুনীতা দীক্ষিত (Sunita Dixit), তিনি অবসরপ্রাপ্ত এইচএএল ইঞ্জিনিয়র। পুলিশ সন্দেহ করছে যে মৃতের মেয়ে অঙ্কিতা দীক্ষিত মানসিক ভাবে অসুস্থ, না হলে মায়ের মৃত্যুর পর তিনি ট্রমাটিক হয়ে পড়েন।
...