⚡দিল্লিতে স্থগিত স্নাতক স্তরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, জানাল এনটিএ
By Indranil Mukherjee
শানাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে আজকের পরীক্ষাটি পিছিয়ে গিয়ে হবে ২৯ মে। দিল্লী জুড়ে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলিতে উপস্থিত প্রার্থীদের জন্য সংশোধিত অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে।