দেশ

⚡পুরীর জগন্নাথ মন্দিরে রথ তৈরির কাজ সারতে প্রস্তুতি তুঙ্গে

By Madhurima Dev

আগামী ১২ জুলাই, ২০২১ রথযাত্রা উৎসব। ওড়িশা ও পশ্চিমবঙ্গে এই উৎসব সাড়ম্বরে পালিত হয়। পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা এর মধ্যে ভারতে সবথেকে প্রসিদ্ধ। রথযাত্রার দিন লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় জগন্নাথ মন্দির প্রাঙ্গনে। তিনটি সুসজ্জিত রথে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে বসিয়ে দেবতাদের পূজা সম্পন্নপূর্বক রথ টানা হয়। করোনা মহামারীর কারণে এবছর ভক্তসমাগমে লাগাম লাগানো হয়েছে। ২৫ জুলাই পর্যন্ত পুরীর মন্দিরে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। করোনা বিধি মেনেই ১২ জুলাই পালিত হবে পুরীর রথযাত্রা। শুধুমাত্র সেবায়েতরাই উপস্থিত থাকবেন।

...

Read Full Story