অর্ধেক বিয়ে (Marriage) হয়ে যাওয়ার পর জানা গেল বরের মাথায় টাক (Wig), আর সেই কারণেই বিয়ে ভেঙে দিলেন কনে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাওতে (Unnao)। রাত পর্যন্ত বিয়ের আচার অনুষ্ঠান অর্ধেক সম্পন্ন হয়ে গিয়েছিল এবং মূল আচারটি ভোরের জন্য নির্ধারিত হয়েছিল। কিন্তু সেই সময়েই পুরো দৃশ্যপট বদলে গিয়েছিল। বর মণ্ডপে ঢোকার আগে মাথা ঘুরে পড়ে গিয়ে জ্ঞান হারান। মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বরের পরচুলা খুলে যায় এবং তখনই টাকের বিষয়টি প্রকাশ্যে চলে আসে। কারণ, পরিবার বরের মাথায় টাক থাকার বিষয়টি কনের পরিবারকে জানায়নি।
...