৩৭ বছরের রামমোহন নাইডুই এখন তৃতীয় মোদী মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য। অন্ধ্রের স্রিকাকুলামের সাংসদ কিনজারাপু তিনবার সাংসদ। মোদী তৃতীয় মন্ত্রিসভায় কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের দায়িত্ব পায় এনডিএ-র দক্ষিণের সবচেয়ে বড় শরিক দল তেলেগু দেশম পার্টি।
...