দেশ

⚡উপাসনার স্থানের ধর্মীয় চরিত্র নির্ণয়ে বাধা নেই

By Sanjoy Patra

জ্ঞানবাপী মসজিদ মামলার ( Gyanvapi Mosque Case) শুনানির জন্য বারাণসী জেলা আদালতে (Varanasi District Court) পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এত দিন জ্ঞানবাপী মামলাটি ছিল বারাণসী দায়রা আদালতে। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Justice D.Y. Chandrachud), বিচারপতি সূর্য কান্ত (Justices Surya Kant) ও বিচারপতি পিএস নরসিমার (P.S. Narasimha) ডিভিশন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দিয়েছে। শুক্রবার জেলা আদালতকে মামলা হস্তান্তরের নির্দেশ দিয়ে বিচারপতি চন্দ্রচূড় বলেন, "এমন স্পর্শকাতর মামলার শুনানির জন্য আরও অভিজ্ঞ বিচারবিভাগীয় আধিকারিকের প্রয়োজন।" সুপ্রিম কোর্ট শুক্রবার মৌখিকভাবে পর্যবেক্ষণ করেছে যে ১৯৯১ সালের উপাসনার স্থান আইন (Worship Act, 1991) দ্বারা উপাসনার স্থানের ধর্মীয় চরিত্র নির্ণয়ে বাধা নেই।

...

Read Full Story