রিপোর্টে প্রকাশ, তুফাইলের সঙ্গে পাকিস্তানের একাধিক ব্যক্তির যোগাযোগ রয়েছে বলে উত্তরপ্রদেশ এটিএস খবর পায়। কুখ্যাত জঙ্গি মৌলনা শাহ রিজভির একাধিক ভিডিয়ো এই তুফাইল বিভিন্ন মানুষের মধ্যে শেয়ার করতে শুরু করে বলে জানতে পারে উত্তরপ্রদেশ এটিএসের বারাণসী ইউনিট।
...