পুলিশ সূত্রে আরও খবর, মুজ়াম্মিলের আস্তানা থেকে বিস্ফোরকের পাশাপাশি একাধিক ইস্ত্র উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ২০টি টাইমার, ব্যাটারি, ৮৩ রাউন্ড গুলি, কালাসনিকভের মত একাধিক অস্ত্র। ফলে বিপুল বিস্ফোরক এবং অস্ত্র কাজে লাগিয়ে মুজ়াম্মিলরা বড় কোনও পরিকল্পনা করছিল বলেই অনুমান পুলিশের।
...