দেশের মোট প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার (Adult Population) ৮৮ শতাংশের বেশি মানুষ সম্পূর্ণ কোভিড টিকা (Covid Vaccine) নিয়ে নিয়েছেন। আজ একথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ মন্ত্রী মনসুখ মান্দাভিয়া (Mansukh Mandaviya)। আজ টুইটে মন্ত্রী লেখেন, "টিকা নেওয়ার পরও কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।"
...