দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রীর প্রয়াগরাজ পৌঁছানোর কথা রয়েছে। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল পবিত্র সঙ্গমে আনুষ্ঠানিক পূজা ও দর্শনের মাধ্যমে তার সফর শুরু হবে। তারপর ঐতিহাসিক অক্ষয় ভাত গাছে পূজা করবেন, এরপর আরও ধর্মীয় রীতি পালনের জন্য হনুমান মন্দির এবং সরস্বতী কূপ পরিদর্শন করবেন।
...