এক মহিলার পেট থেকে বের হল প্রায় ১৫ কেজি ওজনের টিউমার (15 Kg Tumour)। এটি ডিম্বাশয়ের টিউমার (Ovarian Tumour)। পাটনার একটি সরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে মহিলার পেট থেকে টিউমারটি বের করা হয়। নালন্দা মেডিকেল কলেজ ও হাসপাতালের (Nalanda Medical College and Hospital) স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের অধ্যাপক উষা কুমারী জানিয়েছেন, বছর চল্লিশের ওই রোগীকে এই সপ্তাহের শুরুতে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর নাম রূপা দেবী। তিনি পেটে ব্যথা এবং ফুলে যাওয়ার অভিযোগ করেছিলেন।
...