দেশ

⚡নাগাল্যান্ডের মন জেলায় নিহত ১৩ নিরীহ গ্রামবাসী

By Sanjoy Patra

নাগাল্যান্ডের (Nagaland) মন জেলায় (Mon District) ‘সন্ত্রাস বিরোধী ’ অভিযানে গুলি নিরাপত্তা বাহিনীর (Security Force)। কমপক্ষে ১৩ জন নিরীহ গ্রামবাসীর মৃত্যু হয়েছে বলে খবর। নিরাপত্তা বাহিনীর এক জওয়ানও নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, গতরাতে সন্ত্রাস বিরোধী অভিযানে নামেন প্যারা কমান্ডোরা। কয়েকজন গ্রামবাসী একটি পিক-আপ ভ্যানে করে কয়লা খনি থেকে বাড়ি ফিরছিলেন। কয়লা খনিতে দিনমজুরের করেন তাঁরা। ওটিং গ্রামের দিনমজুরদের জঙ্গি বলে ভুল করে গুলি চালাতে শুরু করেন তাঁরা। তাতে এত লোকের মৃত্যু হয়। ওই পিক-আপ ভ্যানে ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডের (এনএসসিএন) জঙ্গিরা ছিল বলে মনে করেছিল নিরাপত্তা বাহিনী। ঘটনার তদন্তের নির্দেশ দিইয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফু রিও (Nagaland Chief Minister Neiphiu Rio)।

...

Read Full Story