রাহুল গান্ধী বলেন, তিনি নরেন্দ্র মোদীকে ঘৃণা করেন না। মোদীর একটি নিজস্ব মত রয়েছে। তিনি মোদীর মতের সঙ্গে নিজের মত মেলাতে পারেন না। কিন্তু নরেন্দ্র মোদীকে তিনি ঘৃণা করেন না। মোদীর যেমন পৃথক মতবাদ রয়েছে, তেমনি বিভিন্ন বিষয়ে তাঁরও পৃথক মত রয়েছে বলে মন্তব্য করেন রাহুল গান্ধী।
...