শাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করে বুবলি লেখেন, 'আমেরিকার জীবন' বলে ক্যাপশন এঁটে পোস্ট করেন বুবলি। শাকিব খান যখন বুবলির সঙ্গে সময় কাটাচ্ছেন, তাহলে অপু বিশ্বাস আপাতত একাই হয়ে গেলেন বলে মনে করছেন করছেন। ছেলেকে নিয়ে অপু একাই সময় কাটাচ্ছেন বলে তাঁর অসংখ্য অনুরাগীরা ধরে নিয়েছেন।
...