কেউ কেউ বলতে শুরু করেন, সলমনের ওজন অত্যন্ত বেড়ে গিয়েছে। কেউ বলেন, সলমন বোধ হয় নিজের ডায়েটিশিয়ানের কথায় আর চলেন না। ডায়েটিশিয়ান বোধ হয় পালিয়ে গিয়েছেন বলে মন্তব্য করেন অনেকে। কেউ কেউ বলতে শুরু করেন, সলমন 'ভাইজান' থেকে বর্তমানে 'দাদুজান' হয়ে গিয়েছেন।
...