By Jayeeta Basu
'গুণিন' ছবির শ্যুটিংয়ের সময় পরীমণি এবং রাজ সম্পর্কে জড়ান বলে শোনা যায়। সম্প্রতি পরীমণি এবং রাজ ঘোষণা করেন, শিগগিরই তাঁদের জীবনে নতুন সদস্যের আগমণ হচ্ছে। পরীমণি যে অন্তঃসত্ত্বা, সেই খবর প্রকাশ করেন তাঁরা।
...