পহেলগামে জঙ্গি হামলায় যখন পরপর ২৬ জনের মৃত্যু হয়, তারপরই কেন্দ্রের তরফে পাক অভিনেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কোনও পাকিস্তানি কনটেন্ট যেমন ভারতে চলবে না বলে জানানো হয়, তেমনি কোনও গান বা মিউজ়িকে পাকিস্তানের চলবে না বলে কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়। এরপরই মাহিরা খান, ফাওয়াদ খান, মাওরা হক্কানেদের সব জায়গা থেকে সরানো হয়।
...