Supermoon 2022: ১৩ জুলাই আকাশে উঠবে সুপার মুন,কমবে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব
১৯৭৯ সালে রিচার্ড নোল্লে প্রথম সুপার মুন শব্দের উল্লেখ করেন। এরপর আমেরিকার নাসার তরফে সুপার মুন শব্দটিকে গ্রহণ করা হয়। ১৯৭৯ সালের পর থেকে কার্যত জনপ্রিয় হয়ে ওঠে এই সুপার মুন শব্দটি।
ফের সুপার মুনের অবসর। এবার ১৩ জুলাই আকাশে দেখা যাবে এ বছরের অন্যতম বড় চাঁদ। শুধু তাই নয়, পৃথিবীর সবচেয়ে কাছে আসবে এই সুপার মুন। গত বছর ১৪ জুন একবার সুপার মুন চোখে পড়ে। ওই সময় 'স্ট্রবেরি মুন' (Supermoon) বলে উল্লেখ করা হয় ওই ঘটনাকে। ওই ঘটনার এক বছর পর এবার ফের আকাশে দেখা যাবে সুপার মুন।
জানা যাচ্ছে, বুধবার আকাশে যে সুপার মুন দেখা যাবে, পৃথিবী থেকে তার দূরত্ব হবে ৩,৫৭,২৬৪ কিলোমিটার।
১৯৭৯ সালে রিচার্ড নোল্লে প্রথম সুপার মুন শব্দের উল্লেখ করেন। এরপর আমেরিকার নাসার তরফে সুপার মুন শব্দটিকে গ্রহণ করা হয়। ১৯৭৯ সালের পর থেকে কার্যত জনপ্রিয় হয়ে ওঠে এই সুপার মুন শব্দটি। বলা হয়, এই দিনে পৃথিবীর সবচেয়ে কাছে হাজির হয় চাঁদ। বুধবার দুপপুর ২.৩৮ থেকে আকাশে সুপার মুন দেখা যাবে বলে মনে করা হচ্ছে।