Covid-19: দু বছর পর দেশের যে রাজ্যে একদিনে কোভিডে কেউ মারা গেলেন না
CoronaVirus Spreads In India (Photo Credit: Twitter/ANI)

চেন্নাই, ১২ মার্চ: ক মাস আগে সংক্রমণ তুঙ্গে ওঠা তামিলনাড়ুতে করোনার প্রকোপ অনেকটাই কমেছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে কেউ করোনার কারণে মারা যাননি। তামিলনাড়ুতে গত দু বছরে (২০২০ সালের ৩০ এপ্রিলের পর) এই প্রথম একটা দিন গেল যেদিন করোনার কারণে রাজ্যের কেউ মারা গেলেন না।

এম কে.স্ট্যালিনের রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণও তলানিতে। তবু কোনও রকম ঢিলেমি না করে রাজ্যের মানুষকে কোভিড প্রোটোকোল মেনে চলা ও টিকা নিতে অনুরোধ করছে প্রশাসন। আরও পড়ুন: চিনের পর যে দেশে করোনা বাড়ছে হু হু করে

দেখুন টুইট

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ৩ হাজার ৬১৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে মাত্র ৮৯ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছে, দেশে বর্তমানে চিকিৎসা চলছে ৪০ হাজার ৫৫৯ জনের। মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২৪ লাখ ৩১ হাজার ৫১৩ জনের। মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৮০৩ জনের। দেশে এখনও পর্যন্ত প্রায় ১৮০ কোটি ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে।