UP Shocker: শ্যালিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় ছোট ছেলেকে খুন বাবার, সঙ্গ দিল বড় ছেলে
Arrest, Representational Images (Photo Credit: File Photo)

লখনউ, ৮ নভেম্বর: নিজের ছোট ছেলেকে শ্বাসরোধ করে খুনের (Murder) অভিযোগে ধৃত এক ব্যক্তি। খুনে সহযোগিতা করায় ওই ব্যক্তির বড় ছেলেকেও গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদশের (Uttar Pradesh) লখনউয়ের চক ক্রসিং এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ইরফান আলি (৬৫) এবং তানভীর আলী (৩৪)। মৃতের নাম ফারহান আলি (২৪)।

পুলিশ দাবি করেছে যে ইরফান ও তাঁর শ্যালিকাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন ফারহান। পরিবারের অন্যান্য সদস্যদের তা জানিয়ে দেওয়ারও হুমকি দেন তিনি। আর সেই কারণেই ফারহানকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল ইরফান ও তানভীর। ৫ অক্টোবর ইরফান ও তানভীর সাদাতগঞ্জ থানার পুলিশকে জানায় যে ফারহান তাদের রং কারখানায় সিলিংয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তে জানা যায় শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে। আরও পড়ুন: Chhattisgarh: ছত্তিশগড়ের সুকমায় সিআরপিএফ ক্যাম্পে এলোপাথারি গুলি, নিহত ৪, জখম ৩

পুলিশ এরপর দু'জনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। বারেবারে বয়ান বদল করতে থাকায় পুলিশের সন্দেহ আরও বাড়ে। এরপর জেরার মুখে ভেঙে পড়ে ইরফান ও তানভীর। তারা ফারহানকে খুনের কথা স্বীকার করে।