Photo Credits: FB

মহারাষ্ট্রের থানেতে নির্মীয়মান ব্রিজ তৈরির সময় একটি যন্ত্রাংশ ভেঙে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭। উদ্ধারকারী দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত তল্লাশি চালানো হচ্ছে। আরও দেহ চাপা পড়ে থাকতে পারে বলে জানা যাচ্ছে।

শাহপুরের কাছে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের কাজ চলাকালীন গার্ডার তোলার যন্ত্রটি ভেঙে পড়ে। ঘটনার জেরে তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

এবিষয়ে জানাতে গিয়ে তিনি বলেন, "নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।এটা খুবই দুভাগ্যজনক বিষয়। সুইজারল্যান্ডের একটি সংস্থা এখানে কাজ করছিল।তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, ঘটনাস্থলে এনডিআরএফ দল পৌছেছে উদ্ধারকার্য চালানোর জন্য বলা হয়েছে। আমাদের দফতরের আধিকারিক এবং মন্ত্রী উপস্থিত রয়েছেন"।

এর পাশাপাশি প্রধানমন্ত্রীর তরফ থেকেও এই ঘটনায় শোক জ্ঞাপন করা হয়েছে এবং নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকার্য চালানোর জন্য স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে। ২ টি এনডিআরএফের দলকে কাজে লাগানো হয়েছে উদ্ধারকার্যের জন্য।