
নাগপুর, ১ অগাস্ট: শ্লীলতাহানীতে বাধা দেওয়ায় যুবকের হাতে খুন হল নাবালিকার বাবা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। ১৬ বছরের এক মেয়েকে বেশ কয়েকদিন ঝরে বিরক্ত করছিল ২০ বছরের তরুণ। মেয়েটির বাড়িতেই ভাড়া থাকত ২০ বছরের বলরাম পান্ডে। মেয়েটাকে নানাভাবে বিরক্ত করার পর শ্লীলতাহানীর চেষ্টাও করে। বাধ্য হয়ে ১৬ বছরের মেয়েটি তার বাবা, মা-কে জানায় সব কথা। ছেলেটিকে খুব বকাবকি করে মেয়েটির বাবা নারায়ণ প্রসাদ দ্বিবেদী (৩৫) তাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেন।
দশ বছর ধরে নারায়ণ প্রসাদের বাড়িতে ভাড়া থাকার পর ওই ঘটনার জেরে ছেলেটি বাড়ি ছাড়ে। পর নতুন জায়গায় ভাড়া উঠে গিয়ে কিছুদিন পর নারায়ণপ্রসাদকে তার কাজের জায়গা, গিত্তিখাদানের কাছে রেলস্টেশনে গিয়ে খুন করে ছেলেটি। ছেলেটি খুন করা পালায়। রেলের ফুটস্টলে কাজ করতেন তিনি। আরও পড়ুন-দেশে নতুন করোনা আক্রান্ত ১৬,৪৬৪ জন; অ্যাক্টিভ কেস ১,৪৩,৯৮৯
দেখুন টুইট
Teen girl’s stalker stabs to death her father in Nagpur https://t.co/dLAccWcND6
— Sahu News (@TheSahuNews) July 31, 2022
বলরামকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে স্থানীয়রা। পুলিশ খোঁজ শুরু করেছে।