Rights of Intersex Infants: ইন্টারসেক্স দম্পতির সন্তান জন্ম-মৃত্যু প্রমাণপত্র মামলায় নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট
Supreme Court (Photo Credit: Wikimedia Commons)

ইন্টারসেক্স ব্যক্তি বা দম্পতির সন্তান অধিকার সংক্রান্ত মামলায় নিয়ে কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। নোটিশে বলা হয়েছে, এই মামলায় পরীক্ষার মাধ্যমে বিবেচনা করা হবে। এতদিন ধরে ইন্টারসেক্স ব্যক্তি বা দম্পতির সন্তানদের জন্ম বা মৃত্যু নিবন্ধীকরণ হত না। যার ফলে তারা কোনওরকম সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকতো। আর সেই নিয়েই মামলা করা হয় সুপ্রিম কোর্টে। সোমবার সেই মামলা শুনানিতে কেন্দ্রকে এই বিষয়ে পরীক্ষা করার সিদ্ধান্ত দেওয়া হয়।

জন্ম বা মৃত্যুর কোনও প্রমাণ না থাকার কারণে এই সন্তানদের আদামসুমারির জন্য বিবেচিত করা হত না। ফলে তাঁরা একাধিক সমস্যার সম্মুখীন হতে পারে। এমনকী তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হত। ফলে তাঁদের অধিকার প্রাপ্য বলে মনে করেন অনেকে। আর সেই কারণেই এই আবেদন করা হয়েছিল শীর্ষ আদালতে।