Rahul Gandhi: সমালোচনা নয়, করোনার তৃতীয় ঢেউ নিয়ে প্রস্তুত থাকুক সরকার, বললেন রাহুল
রাহুল গান্ধী, ছবি এএনআই

দিল্লি,২২ জুন: করোনার তৃতীয় ঢেউ আসছে৷ করোনার তৃতীয় ঢেউয়ের জেরে মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল৷ যার জেরে আতঙ্কে রয়েছেন দেশর মানুষ৷ ফলে করোনা(Covid 19)  নিয়ে শ্বেতপত্র প্রকাশ করলেও,তাতে সরকারের সমালোচনা করতে চান না তাঁরা৷ বরং করোনা নিয়ে  কেন্দ্রীয় সরাকারের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষকে নিরাপদে রাখতে চান বলে জানান রাহুল গান্ধী (Rahul Gandhi )৷

   মঙ্গলবার কংগ্রেসের ওয়েনাড়ের সাংসদে বলেন, করোনার তৃতীয় ঢেউ আসছে৷ সরকার যাতে তৃতীয় ঢেউয়ের (Corona Third Wave) মোকাবিলা করতে প্রস্তুত থাকে, সে বিষয়ে আবেদন জানান রাহুল গান্ধী৷

আরও পড়ুন: Nusrat Jahan: বিয়ে নিয়ে 'মিথ্যাচার' নুসরতের, লোকসভার অধ্যক্ষকে অভিযোগ বিজেপির

কোভিডের প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের জেরে  যে ভয়াবহ রূপ উঠে আসে, তা যাতে আর তৃতীয় ঢেউয়ের ক্ষেত্রে না হয়, সে বিষয়ে আগে থেকেই প্রত্যেককে সতর্ক থাকতে হবে বলে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেন রাহুল গান্ধী৷