Rahul Gandhi: NPR এবং NRC লাগু গরীবদের উপর কর চাপিয়ে দেওয়ার সমান, প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুল গান্ধির
Image Source: INCIndia/Twitter

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর: এনপিআর এবং এনআরসি লাগু হলে সমস্যায় পড়বেন দেশের গরীব মানুষেরা। শুক্রবার কেন্দ্রকে নিশানা করে কংগ্রেস(Congress) নেতা রাহুল গান্ধী বলেন,'এনপিআর দেশের গরীব মানুষদের উপর করের বোঝা চাপিয়ে দেওয়ার সমান।' দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সমাজের সকলকে নিয়ে এগোতে হবে। নয়তো পিছিয়ে পড়বে দেশ। শুক্রবার ছত্তিসগড়ে(Chhattisgarh) একটি অনুষ্ঠানে এমনই দাবি করলেন রাহুল গান্ধী(Rahul Gandhi)।

স্বাধীনতার পর পেরিয়ে গিয়েছে ৭৩ বছর। এবার দেশের নাগরিকত্ব প্রমাণের জন্য দিতে হবে পরীক্ষা। আগামী বছর সেই পরীক্ষায় পাশ না করলে জাতীয় জনসংখ্যা রেজিস্টার(এনপিআর) থেকে বাদ পড়ে যেতে পারে দেশের যেকোনও মানুষ। শুক্রবার রায়পুরে ন্যাশনাল ট্রাইবাল ডান্স ফেস্টিভেল উদ্বোধনের সময় রাহুল বলেন, 'একসময় বলা হত, ভারত এবং চিন সমান গতিতে এগিয়ে চলেছে উন্নতির পথে। কিন্তু বিশ্বের নজরে এখন হিংসায় জ্বলছে ভারত। রাস্তাঘাটে নিরাপদে চলতে পারেন না মহিলারা। পাশাপাশি বেকারত্বের সমস্যাও বাড়ছে দিনকে দিন।'আরও পড়ুন: Kolkata: দিনদুপুরে মেট্রো স্টেশনের বাইরে তরুণীর আপত্তিকর ছবি তোলায় আটক ব্যক্তি

এনপিআর, এনআরসি, সিএএ-সহ দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কোনও আন্দাজ নেই নরেন্দ্র মোদির। রাহুলের কথায়, 'দেশে কী হচ্ছে সেই নিয়ে কোনও হুঁশ নেই। দেশের অর্থনীতির হাল ক্রমশ খারাপ হচ্ছে। বেকারত্বের সমস্যাও বাড়ছে। এমনকী, দেশের একজন প্রধানমন্ত্রীর যে যে দায়িত্ব পালন করা উচিত। সেটিও তিনি পালন করেন না।' একইসঙ্গে রাহুলের দাবি, 'এনআরসি, এনপিআর লাগু করা মানেই সাধারণ মানুষের উপর করের বোঝা চাপিয়ে দেওয়া। নোটবন্দির সময়ও দেশের গরীব মানুষদের এমনই অবস্থা হয়েছিল। কিন্তু এবার যদি তাঁরা প্রশ্ন করে আমরা চাকরি পাব কী করে? তাহলে কী বলবেন প্রধানমন্ত্রী?'