Narendra Modi at Bardhaman: 'দিদি আজকাল শুধু মোদি, মোদি, মোদি করছেন': নরেন্দ্র মোদি
নির্বাচনী জনসভায় মোদী

বর্ধমান, ১২ এপ্রিল: পঞ্চম দফা নির্বাচনের আগে ফের রাজ্যে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আজ বিজেপির (BJP) সমর্থনে তিনটি জনসভা করবেন তিনি। প্রথমটি করেন বর্ধমানের (Bardhaman) তালিতে। বর্ধমানে গিয়ে সেখানকার মিহিদানার প্রশংসা করেন তিনি। আজ তাঁর দ্বিতীয় জনসভাটি নদিয়ার কল্যাণীতে এবং তৃতীয়টি উত্তর ২৪ পরগনার বারাসাতে। বর্ধমানে পৌঁছে জনসভা থেকে ২মে বিজেপি সরকার বলে আত্মবিশ্বাসী মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য:

  • চার দফার ভোটেই তৃণমূল সাফ হয়ে গিয়েছে।
  • অর্ধেক ভোটেই ১০০ আসন পাবে বিজেপি।
  • দিদির লোকেরা এখন তফসিলি সম্প্রদায়ের মানুষকেও গালাগালি দিতে শুরু করেছে। তাদের ভিখারী বলে অসম্মান করছে।
  • দিদির বক্তব্যের মধ্যেই ফুটে উঠছে যে তাঁর হার এবার নিশ্চিত। দিদি নিজেকে সবসময় রয়্যাল বেঙ্গল টাইগার বলেন। দিদির অনুমতি ছাড়া দলের লোক কি কোনও কথা বলতে পারে? দিদি তফসিলি সম্প্রদায়ের মানুষকে এইভাবে অপমান করতে পারেন না।
  • বাম, কংগ্রেস একেবারে বাংলা থেকে চলে গিয়েছে। আর ফিরতে পারেনি। তৃণমূল এবার চলে গেলে আর ফিরতে পারবে না।
  • বাংলা চায় আসল পরিবর্তন। বাংলা চায় না তৃণমূলের কুশাসন। বাংলা চায় না দিদি- ভাইপোর হিংসার খেলা। বাংলা চায় বিকাশ, বাংলা চায় সুশাসন, বাংলা চায় উন্নয়ন, বাংলা চায় নারী সুরক্ষা, বাংলা চায় কর্মসংস্থান। বাংলা চায় আসল পরিবর্তন।
  • বাংলার মানুষকে বাড়ি বানাতে হলে দিদিকে কাটমানি দিতে হবে । কেউ নিজের সম্পত্তি বিক্রি করলেও দিতে হবে কাটমানি। উৎসব অনুষ্ঠান পালন করতে চাইলেও দিতে হবে কাটমানি। তাই তো দিদির ঘনিষ্ঠরা সবাই বাড়ি-গাড়ির মালিক হয়ে গেছে।
  • বিজেপির মন্ত্র হল সকলের সাথে, সকলের বিকাশ, সকলের বিশ্বাস। আর তৃণমূলের মন্ত্র হল মা, বোনেদের অত্যাচার করো। মাটিকে লুণ্ঠন করো। আর মানুষের রক্ত গঙ্গা বইয়ে দাও।
  • বিহারের পুলিশ কর্মী, যিনি তাঁর দায়িত্ব পালন করতে বাংলায় এসেছিলেন। কিন্তু তাকে নির্মমভাবে পিটিয়ে মারা হল। যা দেখে তাঁর মা-ও মৃত্যুবরণ করেন। যা খুবই দুঃখজনক। আমি দিদিকে জিজ্ঞাসা করতে চাই, পুলিশ অফিসারের মা কি মা নয়?
  • বাংলার কৃষকদের সঙ্গে দিদির কী শত্রুতা আছে? কেন্দ্র থেকে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিতে চাইছে। কিন্তু দিদি তা দিতে দিচ্ছেন না।
  • এতদিন দিদি 'মা মাটি মানুষ'-র নাম নিয়ে প্রচার করতেন এখন সব জনসভাতেই তিনি মোদি, মোদি, মোদি করছেন।
  • ২ মে'র পর বাংলায় বিজেপি সরকার গড়বে এবং কৃষকদের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। কারণ, তখন কৃষকদের পক্ষে সিদ্ধান্ত নেবে বিজেপি সরকার।
  • আজকের এই জনসভায় উপস্থিত সমস্ত বাংলার মা-বোনেদের আমি জানাতে চাই, বিজেপি সরকার এলে আপনাদের ঘরে পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা দায়িত্বের সঙ্গে পালন করা হবে।