Petrol-Diesel Prices: টানা ৫ দিন বাড়ল পেট্রল ও ডিজেলের দাম, জেনে নিন আজকের দাম
Petrol Pump. Representational Image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৪ অক্টোবর: রোজকার মতো আজও বাড়ল পেট্রল ও ডিজেলের দাম (Petrol-Diesel Price)। আজ দিল্লিতে লিটার প্রতি পেট্রল ও ডিজলের দাম বেড়েছে ৩৫ পয়সা করে। দিল্লিতে আজ পেট্রলের দাম ১০৭ টাকা ৫৯ পয়সা। আর ডিজেলের দাম ৯৬ টাকা ৩২ পয়সা। মুম্বইয়ে পেট্রল ও ডিজেলের নতুন দাম ১১৩ টাকা ৪৬ পয়সা ও ১০৪ টাকা ৩৮ পয়সা।

অন্যদিকে, কলকাতায় লিটার প্রতি পেট্রল ও ডিজেলের জন্য গুনতে হবে যথাক্রমে ১০৮ টাকা ১১ পয়সা ও ৯৯ টাকা ৪৩ পয়সা। চেন্নাইয়ে পেট্রল ও ডিজেলের নতুন দাম ১০৪ টাকা ৫২ পয়সা ও ১০০ টাকা ৫৯ পয়সা। আরও পড়ুন: COVID 19 Boosters: করোনা রুখতে শিগগিরই চালু বুস্টার ডোজ? কী জানালেন এইমস ডিরেক্টর

ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রলিয়াম এবং হিন্দুস্তান পেট্রলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং টাকা-ডলারের বিনিময় হার বিবেচনা করে প্রতিদিন জ্বালানির দাম ঠিক করে। পেট্রল ও ডিজেলের দামে যে কোনও পরিবর্তন প্রতিদিন সকাল ৬টা থেকে কার্যকর হয়।