Terror Pads Demolished By Indian Army: পাকিস্তানের টেরর লঞ্চ প্যাড ধ্বংস করল ভারতীয় সেনা, দেখুন ভিডিয়ো
পাকিস্তানের টেরর লঞ্চ প্যাড ধ্বংস করল ভারতীয় সেনা (Photo: ANI)

শ্রীনগর, ৫ মার্চ: পাকিস্তানের (Pakistan) টেরর লঞ্চ প্যাড (Terror pads) ধ্বংস করে দিল ভারতীয় সেনা (Indian Army)। আজ সীমান্তে কুপওয়ারা সেক্টরে (Kupwara sector) ভারতীয় সেনা পাকিস্তানের টেরর লঞ্চ প্যাড ধ্বংস করে দেয়। ভারতীয় সেনা সূত্রে খবর, কুপওয়ারা সেক্টরের এর বিপরীতে পাকিস্তান সেনাবাহিনীর ছাউনিগুলিকে লক্ষ্য করতে ভারতীয় সেনা সম্প্রতি অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল (anti-tank guided missiles) এবং আর্টিলারি শেল (artillery shells) ব্যবহার করেছে। কাশ্মীরে অনুপ্রবেশ করাতে পাকিস্তানের ঘন ঘন যুদ্ধ বিরতি লঙ্ঘন করছিল। তারই জবাবে ভারতীয় সেনাবাহিনী পদক্ষেপ নেয়।

সংবাদসংস্থা ANI-র তরফে একটি ভিডিয়ো টুইটারে শেয়ার করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ভারতীয় সেনারা পাকিস্তানের ছাউনিগুলিকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করছে। ধ্বংস হয়ে যাচ্ছে একের পর এক ছাউনি। কালো ধোঁয়ায় ভরে যাচ্ছে এলাকা। আরও পড়ুন: Jammu And Kashmir: সোশাল মিডিয়ার পর ব্রডব্যান্ড পরিষেবা ফিরল কাশ্মীরে

ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে পাল্টা জবাব দিয়েছিল। যার ফলে একজন পাকিস্তান সেনা নিহত হয়েছিলেন। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে পাকিস্তান যখন নীলম উপত্যকা থেকে জঙ্গিদের ভারতে পাঠানোর চেষ্টা করছিল তখনই হামলা চালায় ভারতীয় সেনা। ৩ মার্চ পাকিস্তান কাশ্মীরের পুঞ্চ জেলায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। প্রায় নব্বই মিনিট ধরে চলেছিল গুলির লড়াই।