Corona Third wave: ''করোনার ভয়াবহ তৃতীয় ঢেউকে আটকানো সম্ভব যদি...''
ছবি ট্যুইটার

দিল্লি, ৭ মে: দ্বিতীয় ঢেউ শেষ হতে না হতেই করোনার (Corona) তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্কিত প্রায় গোটা দেশ। করোনার তৃতীয় ঢেউকে কীভাবে রুখে দেওয়া যায়, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করার কথা বলা হচ্ছে। করোনার তৃতীয় ঢেউকে রোখা যাবে না, ফলে আগে থেকেই সে বিষয়ে ব্যবস্থা করতে হবে বলে সম্প্রতি জানান কেন্দ্রীয় সরকারের (Central Govt) বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয় রাঘবন। করোনার তৃতীয় ঢেউ নিয়ে বিজয়রাঘবনের সতর্কতা নিয়ে যখন দেশ জুড়ে জোর জল্পনা শুরু হয়, সেই সময় ফের প্রকাশ্যে এল রাঘবনের অপর মন্তব্য।

তিনি বলেন, করোনার (COVID 19) তৃতীয় ঢেউকে রুখে দেওয়া সম্ভব যদি নির্দিষ্ট নিয়ম মেনে চলা যায়। দেশ থেকে শুরু করে প্রত্যেক রাজ্য, জেলা অর্থাত স্থানীয় স্তরে নির্দিষ্ট নিয়ম মেনে চলা যায়, তাহলে এই তৃতীয় ঢেউকে আটকানো যাবে বলে জানান কে বিজয়রাঘবন।

আরও পড়ুন: Shilpa Shetty: করোনায় আক্রান্ত শিল্পা শেট্টির একরত্তি মেয়ে, আক্রান্ত অভিনেত্রীর ছেলেও

করোনার তৃতীয় ঢেউয়ে শিশুরাও আক্রান্ত হতে পারে। সম্প্রতি এমনই এক রিপোর্টের প্রেক্ষিতে মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ব্যবস্থা শুরু করেন। মুম্বইতে পেডিয়াট্রিক সেন্টার তৈরি করতে শুরু করেছেন উদ্ধব। করোনার তৃতীয় ঢেউ থাবা বসালে, শিশুদের যাতে রক্ষা করা যায়, সে বিষয়েই বিভিন্ন পদক্ষেপ করতে শুরু করেছে মহারাষ্ট্র সরকার।