Modhya Pradesh:মোরগের ডাকে বিরক্ত ব্যাক্তি ,দ্বারস্থ হলেন পুলিশের কাছে

একটা  সময় ছিল যখন  ভোর বেলায় উঠতে অ্যালার্ম ঘড়ির প্রয়োজন হত না। মোরগ ডাকলেই ভোর হয়েছে  বোঝা যেত।  এখন মোরগের ডাকে বিরক্ত বোধ করেন মানুষজন। এমনি মোরগের ডাকে বিরক্ত হচ্ছেন  মধ্যপ্রদেশের ( Madhya Pradesh )  ইন্দোরের (Indore  )   পলাশীয়া   (Palasia  )নগরের বাসিন্দা   চিকিৎসক আলোক মোদী ।  আলোক মোদী ভোরবেলায় তার প্রতিবেশীর  মোরগের ডাকে অতি বিরক্ত হয়ে ২৯ শে নভেম্বর  দ্বারস্থ হলেন পুলিশের কাছে। চিকিৎসক আলোক মোদীর   অভিযোগ  যে , উনার প্রতিবেশীর   পোষা মোরগ ভোরে ডাকতে শুরু করে। তাতে তিনি ঘুমাতে পারেন না। তিনি আরো জানান যে, তার প্রতিবেশীর  ৪টে কুকুর আছে তারা সারা রাত  খুব চিৎকার করে , সে অনেক রাতে কাজ সেরে বাড়ি ফেরেনএবং অনেক রাতে ঘুমাতে যান । তবে মোরগের ডাক তার ঘুম কেড়েছে। পুলিশ সুত্রে খবর যে, প্রথমে পুলিশ এই দুই প্রতিবেশীর মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে মীমাংসা করানো চেষ্টা করবেন , যদি কোনো সমাধান না হয় তাহলে তারা আইনি ব্যবস্থা নেবেন।

Madhya Pradesh: Annoyed by Rooster's Crowing, Doctor Files Complaint Against Neighbour in Indore