মেয়র মানেই তিনি একজন জনপ্রতিনিধি। ফলে জনগনের জন্য প্রকাশ্যে নিরপেক্ষ মন্তব্য করা উচিত একজন জনপ্রতিনিধির। কিন্তু এবার সেই নিরপেক্ষতা বোধহয় হারিয়ে ফেললেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শনিবার ধনধান্য অডিটোরিয়ামে ফিরহাদ ৩০ নামে এক অনুষ্ঠানে এসে বিতর্কিত মন্তব্য করেন তিনি। তাঁর মতে, রাজ্য তথা দেশে এখন যাঁরা সংখ্যালঘু রয়েছে, তাঁরা আগামী দিনে সংখ্যাগুরু হবে। এবং উপরওয়ালার আশির্বাদে সংখ্যালঘুরা খুব শীঘ্রই সেই জায়গায় পৌঁছাবে। ফিরহাদের এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
ফিরহাদ বলেন, "রাজ্যের নিরিখে আমরা এখন ৩৩ শতাংশে রয়েছি। দেশের বিচারে ১৭ শতাংশে রয়েছি বলে তাই আমাদের সংখ্যালঘু বলা হয়। কিন্তু আমরা নিজেদের তা মনে করি না। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে একদিন আমরা সংখ্যাগুরুদের 'সংখ্যাগুরু' হব। আল্লাহর আশির্বাদে আমাদের নিজেদের শক্তিতে সেই জায়গায় পৌঁছাব। খালি মোমবাতি নিয়ে জাস্টিস চাই জাস্টিস চাই বললে হবে না। আমাদের এমন জায়গায় পৌঁছাতে হবে যে শুধু জাস্টিস চাইব না, জাস্টিস দেবো"।
Kolkata’s Mayor, Firhad Hakim, previously revealed his true intentions by describing non-Muslims as “unfortunate” and endorsing Dawat-e-Islam’s efforts to convert Hindus to Islam. He has now claimed that West Bengal, along with the rest of India, will soon have a Muslim majority.… pic.twitter.com/fjneA8ECIX
— Amit Malviya (@amitmalviya) December 14, 2024
ফিরহাদ হাকিমের এই বিতর্কিত মন্তব্য নিয়ে সরব হয়েছে রাজনৈতিক মহল। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য এই ভিডিয়ো প্রকাশ্যে বলেছেন, "কলকাতার মেয়র আগে অ-মুসলিমদের দূর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছিলেন। এমনকী হিন্দুদের মুসলিমে ধর্মান্তরিত করার জন্য দাওয়াত-ই-ইসলামকে সমর্থনও করেছিলেন। এখন সে নিজেই আবার বলছে বাংলা তো বটেই গোটা দেশে সংখ্যালঘুদের সংখ্যাগুরু করার প্রচেষ্টায় রয়েছেন। উনি এমন একটা ভবিষ্যতবাণীকে সত্যি করতে চাইছে যেখানে সংখ্যালঘুরা শুধুমাত্র শান্তিপূর্ণ মিছিলের ওপর ভরসা করবে না, বরং বিচার তাঁরা নিজেদের হাতে তুলে নেবে"।