Johnson & Johnson:  ট্যাল্ক নির্ভর পাউডারে ক্যান্সারের আশঙ্কা? ২০২৩ থেকে গোটা বিশ্বে ট্যাল্ক বেবি পাউডার বিক্রি সম্পূর্ণ ভাবে বন্ধ করল জনসন এন্ড জনসন
Photo Credit_Twitter

আগামী বছর থেকে সারা বিশ্বে ট্যাল্ক-নির্ভর পাউডার উৎপাদন ও বিক্রি বন্ধের ঘোষণা করেছে জনসন অ্যান্ড জনসন (Johnson & Johnson)। সুরক্ষা সংক্রান্ত আইনি জটিলতায় ২ বছর আগে যুক্তরাষ্ট্রে ট্যালক-নির্ভর পাউডার বিক্রি বন্ধ করেছিল জে অ্যান্ড জে। এক বিবৃতিতে জনসন অ্যান্ড জনসন কর্তৃপক্ষ বলেছে, বিশ্বব্যাপী পোর্টফোলিও মূল্যায়নের অংশ হিসেবে ২০২৩ সাল থেকে ট্যালকম পাউডার বিক্রি পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর থেকে তারা শতকরা ১০০ভাগ কর্নস্টার্চ-ভিত্তিক বেবি পাউডার উৎপাদন করবে বলে জানিয়েছে

জনসনের বেবি পাউডারে অ্যাসবেস্টস নামে একধরনের খনিজ পদার্থ আছে  যা নারীদের ডিম্বাশয়ে ক্যান্সার সৃষ্টি করতে পারে। এমন অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৩৮ হাজার মামলা দায়ের হয়।তবে সেই অভিযোগ বরাবই অস্বীকার করেছে জনসন এন্ড জনসন।