CSK vs MI: আইপিএলে আজ চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, দেখে নিন সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট ও পরিসংখ্যান
CSK vs MI Live Streaming

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2020) ৪১ তম ম্যাচে শুক্রবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস (CSK) এবং মুম্বই ইন্ডিয়ান্স (MI)। আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বইতে হারিয়েছিল ধোনি ব্রিগেড। তবে এর পরে অনেক কিছু বদলেছে। এমআই প্রায় প্লে অফের জন্য প্রস্তুত কারণ তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। ৯টি ম্যাচে তারা ৬টিতে জয় পেয়েছে। বিপরীতে, সিএসকে ১০টি ম্যাচে ৩টিতে জয় পেয়ে টেবিলের একেবারে নীচে রয়েছে।

ডোয়াইন ব্রাভোর চোটের কারণে আরও সমস্যায় ধোনি বাহিনী। দলে ধারাবাহিকতা না থাকা বেশি প্রকট হয়ে উঠেছে। এছাড়া এমএস ধোনিও ফর্মে নেই। নিজের চেনা জাত তিনি এখনও এই টুর্নামেন্টে দেখাতে পারেননি। সেদিক থেকে দেখতে গেলে দারুন ফর্মে রয়েছে মুম্বইয়ের সব খেলোয়াড়। তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী বোলিং আক্রমণও রয়েছে।আরও পড়ুন: Kapil Dev Suffers Heart Attack: হৃদরোগে আক্রান্ত ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক কপিল দেব, ভর্তি দিল্লির হাসপাতালে

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি কখন আছে?

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ ২৩ অক্টোবর, শুক্রতিবার হবে।

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স খেলা কোথায় হবে?

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে।

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ কখন শুরু হবে?

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি শুরু হবে সন্ধে সাড়ে ৭টায়। টস হবে ৭টায়।

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ১ সিলেক্ট ছাড়াও এইচডি চ্যানেলগুলিতে দেখা যাবে। এছাড়াও হিন্দি ধারাভাষ্য শোনা যাবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি। আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য শোনা যাবে। স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কন্নড়, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলে। বাংলা ধারাভাষ্য সহ খেলা দেখা যাবে জলসা মুভিজ চ্যানেলে।

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন?

লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar -এ।