COVID testing kits: ঘরে বসে করোনা পরীক্ষা, ৩-৪ দিনের মধ্যেই বাজারে মিলবে কিট
ছবি ট্যুইটার

দিল্লি, ২০ মে: বাড়িতে বসেই করা যাবে করোনা পরীক্ষা। আর ৩-৪ দিনের মধ্যেই বাড়িতে বসে করোনার পরীক্ষার কিট (COVID testing kits) মিলবে বাজারে। আইসিএমআরের তরফে জানানো হয়েছে সেই খবর। আইসিএমআরের (ICMR) ডিরেক্টর বলরাম ভার্গব জানান, যে র‌্যাপিড অ্যান্টিজেন কিটের মাধ্যমে করোনা পরীক্ষা করা যাবে বাড়িতে বসে, তা খুব শিগগিরই বাজারে মিলবে।

ভার্গব জানান, প্রথমে কোনও কেমিস্টের কাছ থেকে কিনতে হবে করোনা পরীক্ষার কিট। দ্বিতীয় পর্যায়ে করোনা কিটের ব্যবহার করতে নির্দিষ্ট মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপরেই কেউ কোভিড (COVID 19) পরীক্ষা করতে পারবেন বাড়িতে বসে।

আরও পড়ুন: White Fungus: ব্ল্যাক ফাঙ্গাসের পর হানা হোয়াইট ফাঙ্গাসের, সাবধান, সাদা ছত্রাক কাড়তে পারে প্রাণ

র‌্যাপিড অ্যান্টিজেন কিটের মাধ্যমে যাঁরা নিজেদের করোনা পরীক্ষা করাবেন, তাঁদের সমস্ত তথ্য গোপন রাখা হবে বলে আইসিমআরের তরফে জানানো হয়েছে। তবে সবাই এই কিটের যথেচ্ছে ব্যবহার করতে পারবেন না।

যাঁদের শরীরে কোভিডের (Corona) উপসর্গ বর্তমান কিংবা যাঁরা করোনা রোগীর সংস্পর্শে এসেছেন, তাঁরাই একমাত্র র‌্যাপিড অ্যান্টিজেন কিটের মাধ্যমে নিজেদের করোনা পরীক্ষা করাতে পারবেন বলে জানানো হয়েছে।