COVID-19: হজ হাউস পালটে গেল কোভিড কেয়ার সেন্টারে
ছবি ট্যুইটার

জম্মু, ৮ মে: করোনা (Corona) আক্রান্ত রোগীদের চিকিৎসায় এগিয়ে এল হজ হাউস। মহামারীর সঙ্গে লড়াই করতে এবার জম্মু কাশ্মীরের হজ হাউসকে (Haj House) ১০০ শয্যার কোভিড কেয়ার সেন্টারে রূপান্তরিত করা হল। জানা যাচ্ছে, শ্রীনগরের ওই ১০০ শয্যার কোভিড কেয়ার সেন্টারের ৭২টি শয্যায় অক্সিজেন সরবারহ করা যাবে এই মুহূর্তে।

দিনের পর দিন ধরে করোনা (COVID 19) আক্রান্তের সংখ্যা বাড়ছে গোটা দেশ জুড়ে। মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটক, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমাগত বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন:  PM Modi: উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর ফোন, মুখ খুললেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী

করোনা আক্রান্তের সংখ্যা যখন হু হু করে বাড়ছে, সেই সময় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী ফোন করেন চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে। মহারাষ্ট্র (Maharashtra), তামিলনাড়ু, মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী। ওই চার রাজ্যে করোনা পরিস্থিতির খোঁজ নিতেই সেখানেকার মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন মোদী (Narendra Modi)।